Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন পিঠা উৎসব। এই উপলক্ষ্যে বাংলাদেশ সেন্টারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, নুরুল হক, রিপন তালুকদার, নীলাঞ্জনা রায়, তাইফুর ইসলাম, রেহানা পারভীন,সুলতানুল ইসলাম, নাজমুন গফুর, এবং মোঃ হাকিম সহ সংগঠনের অন্যান্যরা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ইকবাল রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান, নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্ত্বাকে তুলে ধরে নানা মাত্রিক আয়োজনের মধ্যে দিয়ে আমরা আগামী ২৯ নভেম্বর পালন করতে যাচ্ছি শীতকালীন পিঠা উৎসব।

তিনি বলেন, সারাদিন ব্যাপী উৎসবে নানা মাত্রিক আয়োজনের মধ্যে থাকবে একুশে পদকপ্রাপ্ত একসময়ের সাড়া জাগানো জনপ্রিয় কণ্ঠশিল্পী সুভ্র দেব-এর মনোমুগ্ধকর সংগীত, স্থানীয় শিল্পীদের পারফরম্যান্স, মাল্টিকালচারাল শিল্পীদের পারফরম্যান্স, সুস্বাদু বাহারি রকমের বাংলাদেশি পিঠা, বিভিন্ন ধরনের খাবারের স্টল, জামা-কাপড় ও মহিলাদের বিভিন্ন স্টাইলের সাজ সজ্জার স্টল। এ ছাড়াও থাকছে বাঙ্গালীদের চিরাচরিত আড্ডা আর একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।

তিনি আরো বলেন,অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে ইতোমধ্যে আমাদের নানা কর্মসূচি শুরু হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। আশাকরি আপনাদের সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলবে। তিনি অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং প্রবাস বাংলা ভয়েস কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান । সেই সাথে সকল মিডিয়া, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সকলকে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৪ নভেম্বর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ