Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে দুই দিন ব্যাপী কনস্যুলার সার্ভিস সম্পন্ন হয়েছে । প্রবাসী বাঙ্গালীদের মাঝে মেশিন রিডেবিল পাসপোর্ট, ই পাসপোর্ট,নো ভিসা রিকোয়ার্ডসহ বিভিন্ন সেবা প্রদান করছে কানাডার অটোয়ার বাংলাদেশ হাইকমিশন অফিসের একটি দল। দুই দিন ব্যাপী এই কনস্যুলার সার্ভিসে প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।শুধু ক্যালগেরির প্রবাসী নয়,এই সেবা নিতে কানাডার অন্যান্য প্রভিন্স থেকেও যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির আমন্ত্রণে ২ দিনের এই সেবা কার্যক্রমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ হাইকমিশন অটোয়ার ফাষ্ট সেক্রেটারি মোঃ মহিউদ্দিন এবং মোঃ সাজ্জাদ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সহ- সভাপতি সাইফুল ইসলাম মিশন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদসহ সংগঠনের অন্যান্যরা।

বাংলাদেশ কমিউনিটির প্রবাসীদের মাঝে পাসপোর্ট সেবা কার্যক্রম দ্রুত ও সহজভাবে তরান্বিত করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।উল্লেখ্য দুই দিন ব্যাপী এই কনস্যুলার সেবায় প্রায় পাঁচ শতাধিক লোকের সেবা প্রদান করা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ নভেম্বর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ