Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: কানাডার টরন্টোর ‘দ্যা ডন অন ডনফোথ’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিল্পী শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ নামে একক লালন সংগীত সন্ধ্যা। টরন্টোর সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য শ্রাবণের হিমেল সন্ধ্যাটা ছিল সঙ্গীতের সন্ধ্যা। মা-ছেলের অনবদ্য, সরল, মায়াবী কণ্ঠে হৃদয় ছোঁয়া সব গান দর্শকদের বিমোহিত করে।দর্শক শ্রোতাদের মাতিয়ে শিল্পী শিরিন চৌধুরী গাইলেন একের পর এক বাউল সম্রাট লালন শাহের বিখ্যাত গানগুলো। লালনের গানের পাশাপাশি মা- আর ছেলে সুষ্ময়ের “কাটেনা সময় যখন আর কিছুতে” গানের সাথে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

লালন দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। লালনের গান শুধু শোনার জন্য নয়, তাঁর গান মানুষের জীবনের সব আত্মিক বিশ্লেষণ তুলে ধরে। যেখানে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, “লালন ফকিরের গানে আমি যে গভিরতা ও উদারতা দেখিয়াছি তা অন্য কোথাও দেখি নাই”।অনুষ্ঠানে শিল্পী শিরিন চৌধুরী বাংলাদেশের বিখ্যাত লালন সংগীত শিল্পী ফরিদা পারভিনকে তাঁর “পরান যাহা চায়” অনুষ্ঠানটি উৎসর্গ করেন। যা মঞ্চে উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

আহমেদ হোসেনের লালন আর রবীন্দ্রনাথকে নিয়ে কথোপকথন, ভিনদেশী বাঁশি বাদকের বাঁশির সুর, রুপতনু শর্মার কিবোর্ড, রাজীবের তবলা বাজানো আর আবিরের মোহিত গিটারের সুরে দর্শকরা কিছুক্ষণের জন্য হলেও ফিরে গিয়েছিলেন নিজ মাতৃভূমিতে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কারবরো সাউথ ওয়েস্ট এর এম,পি,পি ডলি বেগম। প্রবাস জীবনের ব্যস্ততায় জীবনে এমন আয়োজন প্রবাসীদের কাছে হয়ে উঠেছিল ভালোবাসা আর সাহচর্যের উষ্ণতার মিলনমেলায়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ নভেম্বর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ