Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: কানাডায় চাকুরী প্রার্থীরা স্বপ্নের চাকুরী পেতে যে সব প্রতিকুলতার সম্মুখীন হন তা চিহ্নিত করা ও প্রতিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার উদ্যোগে টরন্টোর বাঙালীপাড়াখ্যাত ড্যানফোর্থের এক্সেজপয়েন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ফোরামের ৩য় ক্যারিয়ার সেমিনার।

কানাডার স্থানীয় সময় সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যারিয়ার সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের বর্তমান সভাপতি রোকেয়া সুলতানা ও সেমিনারটি পরিচালনা করেন সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া।কানাডায় আগত নুতন ইমিগ্রান্ট, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা তরুণ যুবক এবং যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন, বদলাতে চান কিন্তু উপায় খুজে পাচ্ছেন না তাদেরকে নানা ধরনের পরামর্শ দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্টারিও প্রদেশের এমপিপি ডলি বেগম।

এ ছাড়াও বক্তব্য রাখেন সিআইবিসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী জনাব খালিকুজ্জামান, স্টেইট স্ট্রীট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও সিআইবিসি মেলন ব্যাংকের সাবেক পরিচালক নাজমুল খান, ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক ড.সাফি ভুইয়া, মিনিষ্ট্রি অব হেলথের ফুড এন্ড নিউট্রিশন বিভাগের সুপারভাইজর মোশারফ খান, বায়েসের কো-ফাউন্ডার ও নির্বাহী পরিচালক ইমাম উদ্দীন, ফোরামের সাবেক সভাপতি ব্যারিষ্টার কামরুল হাফিজ, আমানেক্স ফাইনানসিয়াল এন্ড ইনভেষ্টমেন্ট টেকনোলজি কানাডার সিইও মোহাম্মদ রাব্বি, এবং ফোরামের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম হিরু। উপস্হিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্টুসহ আরো অনেকে।

বাংলাদেশী বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম তার বক্তব্য শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার দীর্ঘ ২০ বছর যাবত নানান সমাজসেবামুলক কর্মকান্ডের জন্য সভাপতি রোকেয়া সুলতানার হাতে মনোরম ক্রেষ্ট তুলে দেন।অনুষ্ঠানটি সর্বাত্মক সফল করার জন্যে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন আখতার জামান, সহযোগিতা করেন তানজিলা আমিন, খোন্দকার সোহেল, সাজেদুন নাহার, হাবিবুল্লাহ পারভেজ, আসমা হক, নুরন নাহার, রুমানা আহমেদ প্রমুখ।সবশেষে আগামী ১৫ই নভেম্বর দু:স্হদের মধ্যে গরম কাপড় বিতরণ, ফেব্রুয়ারীতে মহান একুশে পালন ও পবিত্র রমজানে ইফতার পার্টির কর্মসুচী সফল করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১০ নভেম্বর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ