Menu

৭৪-এ বিদায় নিলেন অপেরা কিংবদন্তী জেসি নরম্যান

বাংলানিউজসিএ ডেস্ক :: আমেরিকান কিংবদন্তী অপেরাশিল্পী জেসি নরম্যান আর নেই। গত ৩০ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিউইয়র্কের একটি হাসপাতালে। স্পাইনাল কর্ডের সমস্যার কারণে ২০১৫ সালে তার কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়ে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে জেসির পরিবার থেকে বলা হয়—‘আমরা গর্ববোধ করি জেসির অর্জন ও অবদানের জন্য। অপেরার মধ্য দিয়ে তিনি পুরো বিশ্বের যে আনন্দ দিয়েছেন তার সবার জন্য অনুপ্রেরণা।’ জর্জিয়ার অগাস্টায় ১৯৪৫ সালে জন্ম নেন জেসি নরম্যান।৭০-এর দশকে ইউরোপে নিজের অপেরা ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেন জেসি। ১৯৬৯ সালে বার্লিনে তার অপেরা অভিষেক হয়।

এরপর ১৯৮৩ সালে নিউইয়র্কে ‘মেট্রোপলিটন অপেরা’য় তার অভিষেক হয়। বিংশ শতাব্দিতে পুরোবিশ্ব মাতানো এই অপেরাশিল্পীকে শ্রদ্ধা জানিয়ে ১৯৯০ সালে জোর্জিয়ায় ‘জেসি নরম্যান এমপি থিয়েটার’ চালু করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পান তিনি। সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে ১৯৯৭ সালে কেনেডি সেন্টার অনার লাভ করেন জেসি। ২০০৬ সালে সংগীতের সর্বোচ্চ সম্মাননা গ্র্যামি অ্যাওয়ার্ডে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়াও আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ন্যাশনাল মেডেল অব আর্টস প্রদান করেন। রানি এলিজাবেথের ৬০তম জন্মদিন উত্সবে মূল আকর্ষণ ছিল জেসির অপেরা সংগীত।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ অক্টোবর ২০১৯/ এমএম


Array