আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: আগামী ২৫ অক্টোবর কানাডা প্রবাসী চিত্রশিল্পী জেরিন তাজ এর একক চিত্র প্রদর্শনী উপলক্ষ্যে কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান, সেলেসটিয়া প্রোডাকশন হাউজের কর্ণধার ডাঃ গুলশান আক্তার ও ইঞ্জিনিয়ার জাহিদ আলম, নূত্য শিল্পী মৌ, রম্য লেখক বায়াজিদ গালিব ও চিত্রশিল্পী জেরিন তাজ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রম্য লেখক বায়াজিদ গালিব।শিল্পী জেরিন তাজ বলেন, আগামী ২৫ অক্টোবর বিশ্ব আর্টিস্ট দিবসে তাঁর প্রদর্শনীতে ৩০ টিরও বেশি সেরা শিল্পকর্ম স্থান পাবে ,যেখানে বাংলাদেশসহ কানাডার বিভিন্ন অত্যাশ্চর্য প্রাকৃতিক চিত্রও ফুটে উঠবে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শিল্পী জেরিন তাজ ইতিমধ্যেই কমিউনিটিতে সুনামের সাথে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আর্ট শিক্ষা দিয়ে আসছেন, তাঁর কল্পনা শক্তি ও শিল্পের প্রতি আবেগের অপরুপ সৌন্দর্য্যর সমন্বয় ও পরিস্ফুটন ঘটবে আগামী ২৫ শে অক্টোবর তাঁর চিত্র প্রদর্শনীতে। বক্তারা ঐদিন সবাইকে উপস্থিত থেকে শিল্পীকে উৎসাহিত করার আহ্বান জানান।সাংবাদিক সম্মেলনে রম্য লেখক বায়াজিদ গালিব বলেন, জেরিন তাজ তাঁর শিল্পী জীবনে যে সাফল্য অর্জন করেছেন, তা প্রশংসনীয়। আমি আশা করি, এই প্রদর্শনী সকলের দৃষ্টি আকর্ষণ করবে এবং শিল্পানুরাগীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।
সেলেস্টিয়া প্রডাকশন হাউজের কর্ণধার ডাঃ গুলশান আক্তার জানান, এই অনুষ্ঠানটি আমাদের প্রডাকশন হাউজ থেকে আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এটি আমাদের একটি গৌরবময় মুহূর্ত।বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র প্রেসিডেন্ট ইকবাল রহমান বলেন, ক্যালগেরীতে জেরিন তাজের অবদান অনস্বীকার্য। এখানকার শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে তিনি যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন, তা দুই দেশের মাঝে সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করেছে।
প্রদর্শনীর শিল্পী জেরিন তাজ নিজেই বলেন, বাংলাদেশ ও ক্যালগেরীর বিষয়বস্তু নিয়ে গঠিত আমার চিত্রকর্মগুলো দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে বলে আমি বিশ্বাস করি।সেলেস্টিয়া হাউজের পরিচালক ইন্জিনিয়ার জাহিদুল আলম এই চিত্র প্রদর্শনীকে জেরিন তাজের জন্য একটি “মাইলফলক” বলে অভিহিত করেন।সম্মেলনের শেষ অংশে ক্যালগেরীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ ইসলাম ক্যালগেরীর সকল নাগরিককে এই প্রদর্শনী উপভোগের আহ্বান জানান এবং বলেন, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন, যা ক্যালগেরীর শিল্প জগতকে আরও সমৃদ্ধ করবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২০ অক্টোবর ২০২৫ /এমএম






