আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডিয়ান পাসপোর্টধারীরা ভিসামুক্ত প্রবেশাধিকারের দিক থেকে আমেরিকানদের ছাড়িয়ে গেছেন। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, কতগুলো দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায় তার ভিত্তিতে কানাডা বর্তমানে ৯ম স্থানে রয়েছে, অন্যদিকে মার্কিন পাসপোর্ট রয়েছে ১২তম স্থানে।এক বছর আগেও হেনলির র্যাঙ্কিং অনুযায়ী উভয় দেশই সমান অবস্থানে ছিল, তখন তারা একসঙ্গে ৭ম স্থানে ছিল।
হেনলি অ্যান্ড পার্টনার্স, যারা দুই দশক ধরে এই র্যাঙ্কিং প্রকাশ করে আসছে, জানিয়েছে যে এই পরিবর্তনের আংশিক কারণ হলো কিছু দেশ নতুন মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বা জটিল প্রবেশের শর্তের প্রতিক্রিয়ায় পারস্পরিক নীতি প্রয়োগ করেছে। মার্কিন পাসপোর্টধারীদের বিপরীতে কানাডিয়ানরা বেলারুশ, পাপুয়া নিউ গিনি ও উজবেকিস্তান-এ ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। এছাড়া বলিভিয়া ও রুয়ান্ডা-তে পৌঁছানোর পরও তাদের ভিসার প্রয়োজন হয় না।
পাসপোর্ট ইনডেক্সের সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, ভিসামুক্ত ভ্রমণের ক্ষেত্রে কানাডা বর্তমানে ৩২তম স্থানে, যেখানে আমেরিকানরা রয়েছে ৩৭তম স্থানে। গত বছর উভয় দেশই ২৬তম স্থানে ছিল।বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকায় বিভিন্ন ধরনের সহিংসতা তাদের অবস্থান নিচে নামার অন্যতম প্রধান কারণ।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ অক্টোবর ২০২৫ /এমএম





