Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কানাডার ক্যালগেরির বিএমআইসিসির মসজিদে বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সাবেক সভাপতি ও ক্যালগেরির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আবদুল্লা রফিকের সহধর্মিণী হোসনে আরা বেগমের প্রথম মূত্যবাষিকী পালিত হয়েছে।এই সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র বর্তমান সভাপতি,
সাধারণ সম্পাদক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্মৃতিচারণ করে আব্দুল্লা রফিক তাঁর সহধর্মিণীর জন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন কাজী সুজা রহমান।এসময় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য ২০২৪ সালের (১ অক্টোবর) কানাডার স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় ক্যালগেরির ফুটহিল হাসপাতালে হোসনে আরা বেগম মারা যান। হোসনে আরা বেগম হৃদরোগ জনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ অক্টোবর  ২০২৫ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ