Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩২ জন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং অন্যান্য বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল (১৫৭ জন), ঢাকার দুই সিটি করপোরেশনে (উত্তরে ১২৩ ও দক্ষিণে ৮৪ জন), ঢাকা বিভাগে ১০১, চট্টগ্রামে ৭৮, রাজশাহীতে ৫৬ এবং খুলনা বিভাগে ৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৮ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৪ হাজার ৪৭৩ জন।বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনো মশার বিস্তার ও ডেঙ্গুর ঝুঁকি রয়ে গেছে, তাই জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ সেপ্টেম্বর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ