বাংলা কবিতা পাঠের অনন্য সূচনা শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম
পুরান ঢাকার হারানো ঐতিহ্য রাজা রামমোহন রায় লাইব্রেরি আজ শুধু স্মৃতিতে
‘দ্রোহ’ থেকে নতুন বারো ফন্ট, লিপিকলার প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে মুক্ত পাঠাগার বেশি দরকার’
ফলো করুন
কেন এত ভালো লাগে,
তোমাকে ‘ভালোবাসি’ বলতে!
মনে হয় যেন আমার প্রতিটি শব্দ আর শব্দার্থ –
বার বার করে তোমাকে ভালবাসে!
কেন এত মন জ্বলে,
তোমায় ভাবতে ভাবতে?
নক্ষত্রভরা রাতও হঠাৎ শূন্য লাগে,
যদি তুমি পাশে না থাকো!
আমার হৃদয় খুঁজে পাইনা,
বার বার চলে যায় তোমার কাছে!
প্রশ্ন রইলো আজ-
তোমার হৃদয় কেন বার বার
চুম্বকের মতো আমার হৃদয় নিয়ে যায়?
তুমি কি জানো—
তোমার একটুখানি হাসি
প্রতিটি প্রভাতে সূর্যের মতো!
আর তোমার চলে যাওয়া,
প্রতিটি নিশিরাতের মতো!
তুমি আছো বলেই,
ভালোবাসা অনন্ত কবিতা হয়ে
বেঁচে আছে!
হয়তো হাজার বছর পার হবে,
সময়ের নদী ভেঙে যাবে তীর,
তবুও বিশ্বাস করো—
প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটি মুহূর্তে
আমি তোমাকে নতুন করে ভালোবাসবো,
চিরকাল এবং অনন্তকাল।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ সেপ্টেম্বর ২০২৫ /এমএম