আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরি’র রেডিসন হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলুমনাই এসোসিয়েশন অফ ক্যালগেরি’র গালা নাইট অনুষ্ঠিত হয়েছে।অহংকার আর বাঙালীর জাতীয় সত্তার ধারক, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলুমনাই এসোসিয়েশন ক্যালগেরি কানাডা শাখার উদ্যোগে বর্ণিল আয়োজনে গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও বাঙালীর জাতিসত্তার প্রকৃত পরিচয় ও বাঙালিয়ানাকে প্রজন্ম থেকে প্রজন্মাতরে তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
বহু সম্প্রদায়ের দেশ কানাডায় দিনটি গতানুগতিক মনে হলেও প্রাক্তন ঢাবি এলুমনাই শিক্ষার্থীদের কাছে দিনটি ছিল সম্পূর্ণ আলাদা। আবেগ-অনুভূতি-উচ্ছ্বাসে ভরে ওঠা মাধুর্যমণ্ডিত একটি সন্ধ্যা, যেন নিজেকে পুরানো বন্ধুত্ব আর ভালোবাসায় সমর্পিত ও উদ্ভাসিত করা।
যৌবনের জয়গান, প্রেম ভালোবাসার ভাললাগার মূহুর্ত, টিএসসি আর মধুর ক্যান্টিনের খাবার, শিক্ষকদের অম্ল মধুর শাসন, কলা ভবন , অপারাজেয় বাংলার সামনে বন্ধুদের অবিরত আড্ডা স্মৃতির মণিকোঠায় সবই যেন ছিল চির অম্লান।অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, নাচ গান আর এলুমনাই শিক্ষার্থীদের পরিবারের চিরাচরিত আড্ডা।সিনিয়র ও জুনিয়র এলামনাইদের একত্রিত হয়ে আড্ডায় মেতে উঠার দৃশ্য যেন মনে করিয়ে দেয় “মানুষ মরে মানুষের অভাবে ,মানুষ মরে ভালবাসার অভাবে”।অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৭ সেপ্টেম্বর ২০২৫ /এমএম