Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক প্রবাস, বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোর প্যাভিলিয়নে অষ্টম বাংলাদেশ ফেস্টিবেল ২০২৫ মাতালেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও বাংলাদেশের একঝাঁক তারকা। কর্মময় এক ঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙ্গালীরা আনন্দ উৎসবে মেতেছিল অন্যরকম এক মিলন মেলায়।

কানাডার টরেন্টোতে বাংলার সবুুজ মাঠ পেরিয়ে বিশ্ব প্রান্তরে সূর্যের হাসি তেমন দেখা না মিললেও ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। শিশু-কিশোর আর নারীপুুরুষের পদভারে কানায় কানায় পূর্ণ ছিল টরোন্টোর প্যাভিলিয়ন।

নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে তুুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য।এ অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ছাড়াও অংশগ্রহণ করেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, তানজিকা আমিনসহ গুণী শিল্পীরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রজন্ম থেকে প্রজন্মাতরে আমাদের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজক বাংলাদেশ ফেস্টিভ্যাল এর ফাউন্ডার কনভেনর শহিদুল ইসলাম মিন্টু।প্রবাসের মাটিতে তাঁরা তুলে ধরেন আশি এবং নববই দশকের সেই সব বিখ্যাত গান। বাঙ্গালীর চিরাচরিত আড্ডা আর লোকে লোকারণ্যে মুখরিত গানের সুরে, আর উপস্থাপনায় কোথাও যেন ঘটেনি ছন্দপতন।

দূরপ্রবাসে বাঙ্গালী জীবনে বাঙ্গালী সংস্কৃতির এ উৎসব ছিল এক মহামিলন। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে লাল সবুজ আর মুক্তিযুদ্ধের বাংলাদেশ হয়ে উঠুক আরো সুন্দর, আরো উন্নত–এমনটাই প্রত্যাশা টরোন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ মে ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ