Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  টাক পড়া শুরু হলে প্রথম থেকেই সতর্ক হোন। সঠিক সময়ে যত্ন নেওয়া শুরু করলে অনেকটাই উপকার পেতে পারেন। তবে দ্রুত টাক পড়া আটকাতে ভরসা হতে পারে আমলকি। চুলের যত্নে আমলকির ভূমিকা গুরুত্বপূর্ণ।আমলকিতে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট, ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই প্রতিটি উপাদান চুলের গোড়া মজবুত এবং শক্তিশালী রাখে। আরও উপকারিতা আছে আমলকির।চুল ঝরার সমস্যাও নিয়ন্ত্রণে রাখে আমলকি। মাথার ত্বকে সংক্রমণের ঝুঁকি কমায় আমলকি, প্রদাহ নাশেও আমলকি কাজ করে। চুলের গোড়ায় আর্দ্রতা জোগায় আমলকি। মাথার ত্বক সতেজ রাখে আমলকি।

ব্যবহারবিধি

১) বাজারে আমলকির তেল পাওয়া যায়। চুল ঝরা আটকাতে ব্যবহার করতে পারেন আমলকি তেল। তেল ভালো করে মাথায় মালিশ করলে উপকার পাবেন।

২) আমলকি সেদ্ধ করে মিক্সিতে দিন, এই থকথকে মিশ্রণ চুলের গোড়ায় মাখতে পারেন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। মাঝে মাঝে এই টোটকা ব্যবহার করলে উপকার পাবেন।

৩) আমলকির সঙ্গে মেশাতে পারেন মেথি। প্রথমে মেথি সারা রাত জলে ভিজিয়ে রাখুন। ভেজানো মেথি এবং আমলকি একসঙ্গে মিক্সিতে পিষে নিন। সেই মিশ্রণটি মাথার ত্বকে ব্যবহার করুন। টাক পড়া বন্ধ হয়ে যাবে।

অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, অপুষ্টি, অত্যধিক মানসিক চাপ, পর্যাপ্ত ঘুম না হওয়া, চুলের যত্নের অভাবসহ নানা কারণে টাক পড়ার প্রবণতা বাড়ছে। এ থেকে রক্ষা পেতে আমলকি একটি মহৌষধ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/  ০১ মে ২০২৫ /এমএম

 


Array