Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: প্রজন্ম থেকে প্রজন্মতরে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতে কানাডার ভ্যাঙ্কুভারের রিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী মিলন মেলার।

ঢাকা ক্লাব ভ্যানকুভার এর উদ্যোগে অনুষ্ঠানে বিখ্যাত ব্যান্ড দলছুট, বাপ্পা মজুমদার ও এলিটা করিম প্রবাসের মাটিতে নববই দশকের বিখ্যাত সব গান তুলে ধরেন। আবহমান বাংলার জনপ্রিয় সব গান যা প্রবাসীদের নিয়ে যায় শৈশবের বাংলাদেশে।

পুরো অনুষ্ঠানে রিও থিয়েটার হল ছিল নারী-পুরুষের পদচারণায় মুখরিত। কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙ্গালিরা মেতে উঠেছিলেন অন্যরকম এক মিলন মেলায়। ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে।

আয়োজক ঢাকা ক্লাব ভ্যানকুভার এর সি ই ও লোটাস কমল জানিয়েছেন, বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ এপ্রিল ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ