Menu

সালমান খানকে হত্যার হুমকি!

বাংলানিউজসিএ ডেস্ক :: সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পেয়েছেন বজরাঙ্গিখ্যাত বলিউড সুপারস্টার সালমান খান।
১৯৯৮ সালে রাজস্থানে একটি ফিল্মের শুটিংয়ে গিয়ে তিনি ব্ল্যাকবাক ও চিনকারা শিকার করেছেন- এ অভিযোগে করা অস্ত্র আইনের মামলায় যোধপুর আদালতে কম আসা-যাওয়া করতে হয়নি তাকে।

এবার একই বিষয় নিয়ে আবারও হয়রানিতে পড়তে হয়েছে সালমান খানকে।গ্যারি শুটার নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, সালমান আপনি ভারতীয় আইনবিধি থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু বিষ্ণোই সম্প্রদায়ের আইন থেকে আপনার মুক্তি নেই।

পরে এ হুমকি বার্তা আবার হিন্দিতে একটি গ্রুপে পোস্ট করা হয়েছে। সেই গ্রুপের নাম সোপু।পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। এ হুমকির পর আমরা নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর চেষ্টা করছি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array