আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরন্টো ভিত্তিক চলচ্চিত্র ও সাংস্কৃতিক সংগঠন কানাডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায়”টরন্টো ফিল্ম ফোরাম”মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে কবি সাহিদুল আলম টকুর ‘কাকতালিয় স্পর্শ’ বইয়ের মোড়ক উন্মোচন এর আয়োজন করে।
এ সময়ে এক আলোচনা সভায় অংশ নেন কবি দেলওয়ার এলাহী, শেখ শাহেনেওয়াজ, হিমাদ্রী রায়, মৈত্রেয়ী দেবী, মনিস রফিক ও কবি সাহিদ আলম টুকু। বক্তারা প্রবাসে বাংলাদেশ বয়ে চলা নিভৃতচারী কবির সৃজনশীল কাজ এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি করে শোনান স্থানীয় আবৃত্তি শিল্পীরা।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৩ এপ্রিল ২০২৫ /এমএম