Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: কানাডার টরেন্টোতে আবৃত্তি সংগঠন “উচ্চারণ” এর সদস্য এবং সম্মাননীয় উপদেষ্টারা মিলিত হয়েছিল ইফতার ও সান্ধ্য আড্ডায়। অনাড়ম্বর পরিবেশে টরণ্টোর একটি রেস্তোরাঁয় উচ্চারণ এর সদস্যরা পরিবার পরিজন নিয়ে মেতে উঠেছিল প্রাণের আনন্দে।এই নির্মল আয়োজনের শুরুতে নতুন সদস্যদের পরিচয় ও স্বাগত জানান কবি জামিল বিন খলিল।আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন আবৃত্তিজন রাশিদা মুনীর। আবৃত্তির সাংগঠনিক চর্চার পাশাপাশি স্ব স্ব ক্ষেত্রে আবৃত্তির প্রতি মনোযোগ ও আত্মিক যোগাযোগ এবং অনুশীলনের বিষয়টি তাঁর কথায় উঠে এসেছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বিশ্বাস নিয়ে উচ্চারণ এগিয়ে যেতে চায় অনেক দূর।এছাড়াও সমাজ মাধ্যমে অহেতুক নেতিবাচক চর্চা কোনোভাবেই উচ্চারণ এর বর্তমান ও ভবিষ্যতের পথচলায় অন্তরায় হবে না; ইতিবাচক মনোভাব নিয়েই এগিয়ে যাবে উচ্চারণ, এ আশাবাদ ধ্বনিত হয় আবৃত্তিশিল্পী নাজমা কাজীর কণ্ঠে। উচ্চারণ এর প্রতিটি সদস্য এই ইতিবাচকতায় বিশ্বাস করে।

উপস্থিত উপদেষ্টাদের মধ্যে সমাজসেবক মির্জা রহমান সঠিক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে উচ্চারণ পরিচালিত হবে, এ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।কবি বাদল ঘোষ বলেন উচ্চারণ এর পথচলা সম্মাননীয় আবৃত্তি উপদেষ্টাদের সহায়তা ও সংযোগে আরও ঋদ্ধ হবে, তিনি কবিতা আবৃত্তির সাথে জড়িত সুহৃদদের সাথে বৈশ্বিক যোগাযোগের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনার কথা বলেন।সংগঠক ও টরন্টো বইমেলার আহবায়ক সাদী আহমেদ উচ্চারণ এর পাশে থাকবেন এবং সহায়তা করবেন এ আশাবাদ রাখেন এবং শুভকামনা জানান।আসছে বৈশাখে উচ্চারণ পরিবার নতুন বছর ও ঈদের আনন্দ একসাথে আড্ডা- আয়োজনে উপভাগ করবে, এ প্রত্যাশা নিয়ে এই পর্বটি সমাপ্ত হয়।ইফতার, আড্ডা, ছবি তোলা হাসি আনন্দের রেশ ধরে রেখেই সমাপ্তি হয় এই আনন্দ আয়োজনের।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ মার্চ ২০২৫ /এমএম


এই বিভাগের আরও সংবাদ