Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::কানাডার টরন্টোর ক্রো’স থিয়েটার মঞ্চে মঞ্চস্থ হয়েছে “ট্রাইডেন্ট মুন” নাটকটির উদ্বোধনী শো’ । নাটকটি রচনা করেছেন ভারতীয় বংশদ্ভুত নাট্যকার অনুশ্রী রায় এবং নির্দেশনা দিয়েছেন নিনা লি আকুইনো।

কানাডার মূলধারার এই নাটকের একটা বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের লিজেন্ডারি অভিনেত্রী আফরোজা বানু। তিনি বর্তমানে কানাডার রাজধানী অটোয়াতে বসবাস করেন। ওখানেই ‘ট্রাইডেন্ট মুন’ নাটকে অভিনয়ের বিষয়ে নন্দিত অভিনেত্রী আফরোজা বানুর সাথে নাটকটির প্রযোজনা সংস্থা ক্রো’স থিয়েটার এবং ন্যাশনাল আর্টস সেন্টার, অন্টারিও’র আলাপ হয়।

১৯৭৪ সালে ধর্মীয় ভিত্তিতে ভারত উপমহাদেশকে দুটো সতন্ত্র রাষ্ট্রে বিভক্ত করা হয়। যার কারণে একটা বৃহৎ জনগোষ্ঠী নিজ জন্মভূমি থেকে উচ্ছেদ হয়। ঘর-বাড়ি সহায় সম্বল হারিয়ে জীবন বাঁচাতে আশ্রয়প্রার্থী হয়ে এরা এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলে। এরকম একটা ছয় সদস্যের এক নারী-উদ্বাস্তু দলের সংঘাতময় জীবনের চালচিত্র নিয়ে রচিত হয়েছে ইংরেজি সংলাপের নাটক ‘ট্রাইডেন্ট মুন।

নাটকটির পুরো কাহিনী একটা কয়লার ট্রাকে পলায়পর তিন মুসলিম ও তিন সনাতনী নারীর অনিশ্চিত যাত্রার উপর ভিত্তি করে আবর্তিত হয়। উপমহাদেশের স্পর্শকাতর গল্প নিয়ে কানাডার মূলধারার নাটকের দল কানাডীয় দর্শকদের জন্য এমন একটি নাটক বেছে নিয়েছে দেখে নাটকটিতে অভিনয়ের ব্যাপারে তিনি উৎসাহিত হয়েছেন।”ট্রাইডেন্ট মুন’ নাটকের উদ্বোধনী শো’ দেখে নাট্যকার-নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “সম্ভবতঃ আফরোজা বানুই হবেন প্রথম অভিনেত্রী যিনি কিনা কানাডার মূলধারার থিয়েটারে চুক্তিবদ্ধ হয়ে এমন একটি নাটকে অভিনয় শুরু করলেন। বেলী আপাকে অভিনন্দন।তিনি বলেন ভবিষ্যতে তাঁকে অনুসরণ করে আরও অনেকেই হয়ত কানাডার মূলধারার থিয়েটারে যুক্ত হতে উৎসাহিত হবেন।“

মঞ্চ টিভির স্বনামখ্যাত অভিনেত্রী আফরোজা বানু’র কাছে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘কৈশোর বয়স থেকেই আমার অভিনয় জীবনের শুরু। বাংলাদেশে শুরু থেকে দীর্ঘদিন নাট্য সংগঠন ‘থিয়েটার’ কাজ করেছি। সম্মান ভালবাসা, অনেক কিছুই পেয়েছি। তাই অভিনয়টা আমাকে ঠিক আলাদা ভাবে চমৎকৃত করে না। তবে এদের নাটক প্রযোজনার চিন্তা ভাবনা, কাজের স্টাইল ভিন্ন। এরা খুব ডিটেলে কাজ করে। সব কিছুর উপরে এরা ‘সেফটিকে’ প্রাধান্য দেয়, যেটা আমার ভাল লেগেছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা অভিনয় পেশায় আসবে, কানাডার মূলধারার থিয়েটারে যোগ দিবে, এটাই প্রত্যাশা করি।“ট্রাইডেন্ট মুন নাটকটি আগামী ২৫ মার্চ পর্যন্ত দুই একদিন বিরতি দিয়ে প্রায় প্রতি সন্ধ্যায় টরন্টোর ক্রো’স থিয়েটারে মঞ্চস্থ হবে। এরপর আগামী এপ্রিল মাসে নাটকটি অটোয়ার মঞ্চে প্রদর্শিত হবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ মার্চ ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ