Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: সব অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লিরা একত্রিত হয়ে নিজেদের প্রস্তুতিমূলক তারাবীহ নামায সম্পন্ন করেছেন।উত্তর আমেরিকার দেশ কানাডায় আজ কানাডার স্থানীয় সময় শুক্রবার রাতে প্রথম তারাবি নামাজ সম্পূর্ন হয়েছে।

আগামীকাল শনিবার থেকে রোজা শুরু হবে।উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করা হয়ে থাকে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদের জন্ম হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে কানাডার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা একত্রিত হয়ে তারাবির নামাজ আদায় করেন। এ সময় যুদ্ধ বন্ধ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।।আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবীহ নামায শেষে মুসলিম উম্মাহর উদ্দেশ্য পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোকপাত করেন এবং রমজান মাস কে যথাযথভাবে পালন করার আহ্বান জানান।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০১ মার্চ ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ