Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় বলিউড অভিনেতা সাইফ আলী খানকে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে ওয়ার্ডে পাঠানো হয়। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার (১৭ জানুয়ারি) এমন তথ্যই জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।ভারতীয় এ গণমাধ্যমটি বলছে, আইসিইউ থেকে হাসপাতালের একটি বিশেষ কক্ষে সাইফকে রাখা হয়েছে।

লীলাবতী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) নিরাজ উত্তামানি বলেন, ‘আজ দুপুরের দিকে সাইফকে আমাদের হাসপাতালের একটি বিশেষ কক্ষে নেওয়া হয়। তিনি সুস্থ আছেন। আগামী দুই তিনদিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন।এর আগে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা অস্ত্রোপচার হয় সাইফের। তার শরীরে থাকা ছুরির অংশও বের করা হয়। তার শরীরের ক্ষতেরও চিকিৎসা করা হয়।

উত্তামানি বলেন, ভোর ৫টায় অস্ত্রোপচার শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১০টায়। তার ক্ষতের দুটির অবস্থা ছিল মারাত্মক। অভিনেতার মেরুদণ্ডের কাছে দুটি গভীর ক্ষত এবং ঘাড়ে চারটি ক্ষত ছিল। তার শরীরে নিউরো সার্জারি এবং একটি প্লাস্টিক সার্জারি করা হয়েছে।গত বুধবার মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ। স্ত্রী কারিনা ও দুই সন্তানকে নিয়ে বহুতল ভবনটির অষ্টমতলায় থাকেন রাজপরিবারের এই সন্তান।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ জানুয়ারি ২০২৫ /এমএম

 


Array