Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  আপনার চুল পড়া আর খুশকি কিংবা মাথার ত্বকের নানা ধরনের সমস্যা দূর করে লবঙ্গ। এই লবঙ্গ অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, যা রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত ও চুলের বৃদ্ধির প্রক্রিয়া এবং সক্রিয় চুলের ফলিকলে পুষ্টি জোগায়। সে কারণে আপনি নির্দ্বিধায় লবঙ্গ ব্যবহার করতে পারেন।

কারণ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ লবঙ্গে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যও রয়েছে। আর রান্নায় যেমন চমৎকার সুগন্ধ নিয়ে আসে লবঙ্গ, ঠিক তেমনি চুলের ফলিকলকে শক্ত করার জন্যও এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই সঙ্গে মাথার ত্বককে প্রদাহ থেকে দূরে রাখার পাশাপাশি চুলের বৃদ্ধিও উৎসাহিত করে লবঙ্গ। এবার আপনার চুলের যত্নে কীভাবে লবঙ্গ ব্যবহার করবেন, সে বিষয়টি জেনে নিন।

দুই কাপ পানিতে ২ টেবিল চামচ লবঙ্গ দিয়ে ৫ থেকে ৬ মিনিটের জন্য ফুটান। চুলা থেকে নামিয়ে রেখে দিন সারারাত। পর দিন সকালে পানি ছেঁকে একটি বায়ুরোধী পাত্রে রাখুন।আর চুল শ্যাম্পু করা শেষে কন্ডিশনার ব্যবহার করুন। এরপর শেষে লবঙ্গের পানি ঢেলে দিন মাথায়। সেই সঙ্গে ১০ মিনিট অপেক্ষা করুন। মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। এরপর চুল ধুয়ে ফেলুন এবং বাতাসে শুকিয়ে নিন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৭ জানুয়ারি ২০২৫ /এমএম