প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নাটকের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয়ে অঘোষিতভাবে বিরতি নিয়েছেন বলা যায়। দীর্ঘদিন ধরেই টিভি পর্দায় নেই তার উপস্থিতি। দেড় যুগেরও বেশি সময় শোবিজে কাজ করছেন এ অভিনেত্রী।শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন কাজ অনেক কমিয়ে দিয়েছেন। সর্বশেষ চলতি বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকায়।
সম্প্রতি জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে দেশে ফিরবেন। ফিরেই কাজে মনোযোগী হবেন। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘অভিনয়ের প্রস্তাব অনেক আসে। কিন্তু গল্প ও চরিত্র ঠিকঠাক পছন্দ না হওয়ায় কাজ করিনি। অনেক সময় নিজের সঙ্গে আপোষ করতে পারি না। তারপরও দীর্ঘ একটা বিরতি হয়ে গেছে আমার। মাঝে মাঝে মনে হয় আবারও কাজ করতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরে দেশে ফিরে নতুন করে কাজ শুরু করব।’উল্লেখ্য, আমেরিকায় একটি বিউটি পার্লার থেকে রূপসজ্জার ওপর কর্মশালা করেছেন প্রভা। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৬ ডিসেম্বর ২০২৪ /এমএম