আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরন্টোর বাংলা টাউনে ফিল্ম ফোরামের নিজস্ব কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে “টরন্টো ফিল্ম ফোরাম” এর দশম বছর পূর্তি পালন করা হয়েছে। এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন,সুস্থ চলচ্চিত্র , শিল্প-সংস্কৃতি এবং মুক্তবুদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলা সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে টরন্টো ফিল্ম ফোরাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক। অনুষ্ঠানে ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল ফোরামের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় দশম বছর পূর্তির কেক কাটা হয়।উল্লেখ্য বাংলাদেশী কানাডিয়ানদের সংগঠন “টরন্টো ফিল্ম ফোরাম” প্রবাসে শিল্প-সংস্কৃতির চর্চায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ নভেম্বর ২০২৪ /এমএম