আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন, দুদিন ব্যাপী মন্ট্রিয়লে কনসুলার সেবা শুরু করেছে। বাংলাদেশি অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার ১২৪০ রু আইল্যান্ডে অবস্থিত একটি চার্চের হলরুমে কানাডার স্থানীয় সময় শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়। প্রথমদিন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, ভিসা, নো ভিসা রিকোয়ারমেন্ট ( NVR ) সহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন। ১৭ নভেম্বর রবিবার একই স্থানে একই সময়সূচি অনুযায়ী কনসুলার সেবা প্রদান করা হবে।
অটোয়া থেকে ডেপুটি হাইকমিশনার জনাব কাজী রাসেল পারভেজের নেতৃত্বে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এই কার্যক্রম পরিচালনা করছে।হাইকমিশনের প্রথম সচিব জনাব হাসান আল বাশার জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের ( সীল )ওপর হাতে লিখে সেটি প্রদান করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এসংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেয়া হচ্ছে।
উল্লেখ্য, এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সীল সাথে সাথেই প্রদান করা হচ্ছে। ফলে প্রিপেইড খাম কেনা ( প্রায় ২৮ ডলার ) সাশ্রয় হচ্ছে সেবা গ্রহিতাদের।কনসুলার সেবা নিতে আগতরা জানান, দক্ষতা, আন্তরিকতা ও দ্রুততার সাথে হাইকমিশনের কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা প্রদান করছেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ নভেম্বর ২০২৪ /এমএম