আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: নাটক সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার, শুদ্ধাচার, শুভ ও সুন্দরের পথে মানুষকে ধাবিত করে– এই ধারণা কে উপজীব্য করে কানাডার টরেন্টোতে নাট্যসঙ্ঘ, কানাডা’র তৃতীয় নাট্যোৎসব সম্পন্ন হয়েছে।
দুই দিন ব্যাপী নাট্যোৎসবে দুই দিনই পর পর দুটি নতুন নাটক ‘পৌরাণিক’ ও ‘রাম গরুড়ের ছানা’ মঞ্চস্থ হয়েছে! দুটো নাটকেরই নাট্যকার ও নির্দেশক ছিলেন সুব্রত পুরু।
পৌরাণিক নাটকটি ‘গীত-নৃত্য-মঞ্চশ্রুতিনাট্য’! অন্যদিকে রাম গরুড়ের ছানা’ একটা বিদ্রুপাত্মক বা Satire নাটক।
প্রথম দিনের অতিথি শিল্পী সোনালী রায় ও পরের দিন শিল্পী রণি প্রেন্টিস রায়ের অনবদ্য পরিবেশনা সমগ্র আয়োজনটিকে প্রকৃত অর্থেই উৎসবের আমেজের সৃষ্টি করে।
নাটক দুটির উল্লেখযোগ্য দিক ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণ যা দর্শকদের আকর্ষণ করেছে।সুদূর প্রবাসে পরিপূর্ণ মঞ্চনাটক উপভোগের পর, দর্শক প্রতিক্রিয়ায় আমরা উচ্ছ্বসিত, আপ্লুত, উদ্দীপ্ত —-জানিয়েছেন নির্দেশক সুব্রত পুরু।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৬ নভেম্বর ২০২৪ /এমএম