প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউডের অন্যতম সেরা মেগাস্টার শাহরুখ খান। শনিবার (২ নভেম্বর) ছিল তার জন্মদিন। এদিন বয়স ৫৯ পেরিয়ে ৬০-এ পা দিয়েছেন কিং খান। কিন্তু তাকে দেখে কি সেটা বোঝার উপায় আছে? বরং এখনো শাহরুখকে দেখে ২৭-২৮ বছরের টগবগে যুবকই মনে হয়। এখনো তিনি আগের মতোই রোমান্সে মাতেন রুপালি পর্দায়।১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লির এক মুসলিম পরিবারে জন্মেছিলেন বলিউডের ইতিহাসের সবচেয়ে বেশি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী ও সর্বাধিক হিট সিনেমার মালিক শাহরুখ খান। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ছিলেন। মা লতিফ ফাতিমা। তারা দুজনেই প্রয়াত।
যেমনটা হয়, জন্মদিনের আগের রাত থেকেই লক্ষাধিক ভক্ত ভিড় করেন শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে। কিং খানকে শুধু এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে দূরদূরান্ত থেকে তারা ছুটে আসেন। কাঠফাটা রোদ, আরব সাগরের উষ্ণ দমকা হাওয়া, পুলিশের লাঠিপেটা- সবকিছু অগ্রাহ্য করে এদিন হয়ে পড়েন তারা বাধাহীন।বলাবাহুল্য, শনিবারও এমনটিই হয়েছিল বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। সেখানে বলা হচ্ছে, শুক্রবার রাত থেকেই শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নাতের সামনে ভিড় জমাতে শুরু করেন তার ভক্তরা। দুপুর নাগাদ লোকে লোকারণ্য হয়ে যায় বাড়ির সামনের এলাকা।
এরপর দিনের কোনো একসময়ে শাহরুখ খান তার ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে বাড়ির বেলকনিতে এসে হাত দোলান ভক্তদের উদ্দেশে। ছুঁড়ে দেন উষ্ণ চুমু। তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আগত লক্ষাধিক ভক্তরা। এমন দৃশ্য গত দুই দশকেরও বেশি সময় ধরে দেখা যায় কিং খানের বাড়ি মান্নাতের সামনে। এছাড়া সামাজিক মাধ্যমেও বয়ে গেছে শুভেচ্ছার বন্যা।শুক্রবার রাত ১২টার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভাসেন শাহরুখ খান। টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে বলিউড বাদশাহকে শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন, করণ জোহর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মাসহ বহু তারকা। কোটি কোটি অনুরাগীর শুভেচ্ছাবার্তা তো আছেই।
শাহরুখ খানের বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমাটির মাধ্যমে। এর পরের ইতিহাস কে না জানে। দীর্ঘ ৩২ বছরের ক্যারিয়ারে মোট সিনেমার অধিকাংশই হিট তার। বলিউড থেকে পেয়েছেন, কিং খান, বলিউড বাদশাহ, কিং অব রোমান্স তকমা। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়া পেয়েছেন ‘পদ্মশ্রী’সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।
২০১৮ সালে ‘জিরো’ ফ্লপ হওয়ার পর চার বছর সিনেমা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। গত বছর ফেরেন রাজার বেশে। এ বছর তার মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ এবং ‘জওয়ান’- দুটি সিনেমাই হাজার কোটি টাকার উপরে ব্যবসা করে। এ ঘটনা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিরল। এক বছরে দুটি হাজার কোটি টাকার সিনেমা! ভাবা যায়?
এরপর গত বছরেরই ডিসেম্বরে মুক্তি পায় কিং খানের ‘ডাঙ্কি’ নামে আরেকটি সিনেমা। সেখানে তিনি প্রথমবার কাজ করেছেন বলিউডের মাস্টারমেকার রাজকুমার হিরানির সঙ্গে। যার কোনো সিনেমাই ফ্লপ নেই। ‘ডাঙ্কি’ও ফ্লপ হয়নি, তবে ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর ধারেকাছেও যেতে পারেনি।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৪ নভেম্বর ২০২৪ /এমএম