Menu

অমিত কুমার উকিল,সাস্কাটুন থেকে  ::  কানাডার সাস্কাটুনে সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে সাস্কাটুনের কনফেডারেশন ইন হোটেলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তিনদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব।শুক্রবার দেবীর বোধনের মাধ্যমে পূজার শুভ সুচনা হয়।

প্রতিদিন সকালে ও সান্ধ্য পূজার পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। নাচ, গান, নাটকের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে বিদেশের মাটিতে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে কমিউনিটির সকল সদস্য একযোগে কাজ করেছে নিরলস ভাবে।

বিজয়া দশমীতে সিদুর খেলার মাধ্যমে শেষ হয় এবারের দুর্গাপূজা। সাস্কাটুন সার্বজনীন পূজা পরিষদের সভাপতি অলক চৌধুরী সকল সদস্যদের প্রতি সফলভাবে পূজা সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৬ অক্টোবর ২০২৪ /এমএম

 


এই বিভাগের আরও সংবাদ