Menu

অভিনেত্রী রাকুল প্রীতের পারিশ্রমিক কত?

বাংলা নিউজ সিএ ডেস্ক :: তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির এই নায়িকাকে চেনেন? তিনি হলেন রাকুল প্রীত সিং। এই মুহূর্তের সবচেয়ে ছোট তামিল টিভির তারকা। ঘড়ি ধরে মেপে কাজ করেন।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, রাকুল থাকা মানেই সিরিয়াল হিট। সম্প্রতি তিনি সিতা ছবির শুটিং-এ ব্যস্ত। পরিচালক তেজ। এই ছবির জন্য তিনি কত পারিশ্রমিক হেঁকেছেন কোন আন্দাজ আছে? প্রায় ১.৫ কোটি টাকার কাছাকাছি।

টাকার মূল্যে যা অত্যন্ত বেশি। কিন্তু নির্মাতাদের তাকে নেওয়ার কারণ একটাই। তিনি যে কাজ করেন তা খুবই যত্ন নিয়েই করেন। টাকার কথা চূড়ান্ত হলেই তিনি ছবিতে হাত দেন।

তবে সীতা নিয়ে এর বেশি এখনও কিছুই জানা যায়নি। আর সীতা বাদে এই মুহূর্তে আর কোনও ছবির অফারও তার কাছে নেই।

বাংলানিউজসিএ/ইনএন/২০ ফেব্রুয়ারি ২০১৯ইং


Generic selectors
Exact matches only
Search in title
Search in content