Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডায় বসবাসরত বিশিষ্ট মক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন এর ‘যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি’ বইয়ের প্রকাশনা উৎসব গত রোববার টরন্টোয় কানাডা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লেখকের মুক্তিযুদ্ধের স্মৃতি এবং যশোরসহ বাংলাদেশের জাতয়ি রাজনীতি সম্পর্কে নিজস্ব মতামতসম্বলিত বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বাংলা কাগজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি এম আর জাহাঙ্গীর এবং নতুন দেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।

অন্টারিও আ্ওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সঞ্চালনায় বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাবেক ছাত্রনেতা এবং আ্ওয়ামী লীগ নেতা আবদুল কাদের মিলু, মুক্তিযোদ্ধা আকবর কবীর, ড. আবদুস সামাদ হাওলাদার প্রমূখ।লেখক সৈয়দ নাজমুল হোসেন বইটির বিভিন্ন ;দিক নিয়ে আলোকপাত করেন।

বইটি নিয়ে আলোচনা করতে গিয়ে মূল বক্তা শওগাত আলী সাগর মুক্তিযুদ্ধে লেখকের নিজস্ব অভিজ্ঞতার বয়ান লিপিবদ্ধ করে তা প্রকাশ করায় অভিনন্দন জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধে দেশের আপামর জনসাধারন অংশ নিয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধের আলোচনায় তারা বরাবরই উপেক্ষিত থাকেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রত্যেকে নিজস্ব অভিজ্ঞতাটুকু লিপিবদ্ধ করে রাখলে সেটি ইতিহাসের উল্লেখযোগ্য দলিলে পরিণত হবে।আলোচকরা মুক্তিযুদ্ধের সত্যিকারের ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরও সংবাদ