Menu

আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি :: কানাডায় অবস্থানরত স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীবৃন্দের আহবানে সদ্য প্রয়াত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সাবেক ছাত্রনেতা শফী আহমেদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজার সভাপতিত্বে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

মনিরুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শোক সঙ্গীত পরিবেশন করেন মাসুদ পারভেজ। আলোচনার উঠে আসে আশি থেকে নব্বই দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শফী আহমেদের সাহসী নেতৃত্বের কথা । বক্তারা বলেন যে, শফি আহমেদদের নেতৃত্বে নব্বইয়ের গণ অভ্যুথান স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলন ।

এই অভ্যুত্থান না হলে পরের সরকারগুলো ক্ষমতায় আসতে পারতো না । অথচ ক্ষমতায় এসে তারা কেউই নব্বইয়ের চেতনা বাস্তবায়ন করেনি। সহযোদ্ধারা বক্তব্যে বলেন, শফী আহমেদ জীবদ্দশায় আন্দোলনের নীতি নির্ধারকদের একজন ছিলেন। বক্তারা আরো বলেন, অদ্ভুদ এক উটের পিঠে আবারো চলছে দেশ৷ গন্তব্যহীন দেশকে সঠিক পথে পরিচালিত করতে শফী আহমেদের মতো মানুষের বড় বেশী প্রয়োজন আজ।

স্মরণ সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মহসীন,আলমগীর টুকু,শওগাত আলী সাগর,ড: মোহাম্মদ বাদল,বেনজীর আহমেদ, রেজা অনিরুদ্ধ,আসমা আহমেদ মাসুদ, সাবিনা শারমিন,সোলায়মান তালুত রবিন, আজফর সৈয়দ ফেরদৌস,মনির হোসেন ফখরুল ইসলাম চৌধুরী মিলন,এনায়েত করিম বাবুল,শ্রাবণী সরকার প্রমুখ। সভায় শফি আহমেদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২২ জুন ২০২৪ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ