Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বাষিকী উপলক্ষে দোয়া মহফিল ও আলোচনা সভা কানাডার মন্ট্রিয়ালে অনুষ্টিত হয়েছে।কুইবেক বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তরা শহীদ রাষ্ট্রপতির রুহের আত্বার মাগফেরাত কামনা করে বলেন-শহীদ রাষ্ট্পতির ঘোষনার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল।

তিনি বাংলাদেশের ১তম প্রেসিডেন্ট হিসাবে সারা বিশ্বের কাছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সাহসী বাণী পাঠিয়েছিলেন। পরবর্তীতে রাষ্ট্ প্রধান হিসাবে দেশের মানুয়ের কাছে স্বাধীনতার সুফল পৌছিয়ে দেওয়ার জন্য আধুনিক,গনতান্তিক,স্বনির্ভর দেশ গড়ে তুলেছিলেন।

তখনই স্বাধীনতা বিরুধী দেশীবিদেশী ষড়যন্ত্রকারীরা ৩০শে মে’৮১তে বাংলার রাখাল রাজা,পৃথীবির এক অনন্য রাষ্টনায়ককে হত্যা করে।

 শত শত নেতাকর্মীদের অবেগঘন শ্লগানে মুখরিত এ সভার প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য কানাডা বিএনপির তিনবারের সফল সভাপতি জননেতা ফয়সল আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দুইবারের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী সাইদুর রহমান,সাবেক দুইবারের সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ খান নান্টু,সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী কাজী দেলোয়ার হোসেন জনি, প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারন সম্পাদক সহ-সভাপতি কামরুল হাসান হাওলাদার ফারক,আরও বক্তব্য রাখেন কুইবেক বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম হাওলাদার, সহ-সভাপতি নওশাদ উল্লাহ, সিনিয়র যুগ্ন সম্পাদক নাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ শুয়েব,মহিলা সম্পাদিক হাসনা রোজি, নেতা আব্দুল আজিজ,কানাডা বিএনপির অন্যতম নেতা আবুল হাসেম বুলবুল ,আলী আকবর ও মৌলবীবজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল চৌধুরী। উল্লেখ্য অনুষ্ঠানটি পরিচালনা করেন কুইবেক বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাংগীর আলম।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৬ জুন ২০২৪ /এমএম

 


এই বিভাগের আরও সংবাদ