Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ডয়েচে ভেলেকে (ডিডব্লিউ) মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে সম্মেলনকক্ষে অনগ্রসর, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নাগরিকের তথ্য অধিকারবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তথ্য কমিশন বাংলাদেশ, ইউএসএইড, দ্য কার্টার সেন্টার এ কর্মশালার আয়োজন করে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নিকট অতীতে ডয়েচে ভেলে মানবাধিকার নিয়ে একটি রিপোর্ট করেছে। ওই প্রতিবেদনে শ্রীলংকার গৃহযুদ্ধকে বাংলাদেশের সঙ্গে তুলনা করেছে। আমি এটির সমালোচনা করব না। মানবাধিকার নিয়ে যে কোনো সংস্থার অঙ্গীকারের আমি প্রশংসা করি। আমি বলব ডয়েচে ভেলের যদি মানবাধিকারের প্রতি এত অঙ্গীকার থাকে সেটার প্রমাণ তারা দিক।

প্রতিমন্ত্রী বলেন, গাজাতে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, গণহত্যা হচ্ছে সেটার ওপর আরেকটি প্রামাণ্যচিত্র তৈরির আহ্বান জানাচ্ছি। আর যদি সেটা তারা করতে না পারে তাহলে আমরা ধরে নেব, ডয়েচে ভেলের প্রামাণ্যচিত্র একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রামাণ্যচিত্র হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, একটা বিশেষ মহল বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবে এটি করেছে। যারা প্রকৃত অর্থে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের সমস্যা এবং তাদের উন্নয়ন নিয়ে কথা বলে না। বাংলাদেশকে পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে, তার অংশ হিসাবে এই প্রামাণ্যচিত্র হয়েছে।

তিনি বলেন, এ দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অবিশ্বাস্য। বঙ্গবন্ধুকন্যার শক্ত নেতৃত্বে আমরা যখন এগিয়ে যাচ্ছি, যখন বিশ্ব মঞ্চে আমাদের অবস্থান বদলানোর চেষ্টা করছি তখন এক ধরনের আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র আমরা লক্ষ্য করি।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন সংসদ-সদস্য অ্যারোমা দত্ত, ইউএসএইডের অফিস পরিচালক অ্যালেনা তানসে, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক, তথ্য কমিশনার মাসুদা ভাট্টি এবং কমিশনের সচিব জুবাইদা নাসরীন। স্বাগত বক্তব্য দেন দ্য কার্টার সেন্টারের চিফ অব পার্টি সুমনা সুলতানা মাহমুদা। কর্মশালা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন। পরে প্রতিমন্ত্রী তথ্য কমিশনের তথ্য অধিকার নিউজ লেটারের উদ্বোধন করেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ মে ২০২৪ /এমএম

 


এই বিভাগের আরও সংবাদ