Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউড তারকারা একের পর এক মুম্বাই ছাড়ছেন। ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ইতালির উদ্দেশে যাত্রা করছেন সেলিব্রেটিরা। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ২৬ মে) রাত থেকেই তারকাদের ভিড় জমেছে মুস্বাইয়ের কালিনা বিমানবন্দরে। অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। চলবে ২৯ মে থেকে জুন ১ পর্যন্ত। এবার ভারতে নয় সুদূর ইতালিতে বসবে জমকালো আসর। আর সেখানে অংশ নিতেই একে একে পাড়ি জমাচ্ছেন বলিউড সেলিব্রেটিরা।

রোববার মধ্যরাতে বিমানবন্দরে দেখা মেলে মেয়ে কোলে নেয়া আলিয়া ভাট-রণবীর কাপুরের। এছাড়া ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আর বলিউড মেগাস্টার সালমান খানকেও দেখা যায় বিমান বন্দরে। জানা গেছে, শুধু সালমান খানই নয়, বলিউডের তিন খান পরিবারও একে একে মুম্বাই ছাড়বেন। টানা তিন দিন ধরে চলবে এবারের অনুষ্ঠান। প্রায় ৬০০ জন অতিথিকে নিয়ে টাইটানিক সিনেমার মতো বিলাসবহুল জাহাজে অনুষ্ঠিত হবে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক বিয়ের অনুষ্ঠান। জলপথে দক্ষিণ ফ্রান্স থেকে ভ্রমণ শুরু করে ইতালির থামা পর্যন্ত চলবে অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। সমুদ্রের বুকে জমকালো প্রাক বিয়ের অনুষ্ঠানের পরই ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত-রাধিকা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ মে ২০২৪ /এমএম