Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে টরন্টোর বাংলাভাষী অন্যতম পুরনো সাংস্কৃতিক সংগঠন ‘টরন্টো সংস্কৃতি সংস্থার ১৯তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। এই উপলক্ষে রেল সাইড রোডের টরন্টো প্যাভিরিয়নে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সৌরভ চ্যাটার্জি এবং সাধারন সম্পাদক অনুপ সেনগুপ্ত। নতুন প্রজন্মের শিল্পীসহ স্থানীয় শিল্পীদের নৃত্যালেখ্য পরিবেশিত হয়।

আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙাগীত পরিবেশন করেন কলকাতার সৌরেন্দ্র এবং সৌম্যজিত এ সুরজিত ও বন্ধুরা’ ব্যান্ড গ্রুপ। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নায়ক আবির চৌধুরী ও এতে অংশ নেন। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মধ্যরাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ মে ২০২৪ /এমএম