Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: সময়ের পরিক্রমায় বইমেলা -২০২৪ উৎসবের ঘন্টা ধ্বনি বেজে উঠেছে। আজ সন্ধ্যায় ধানসিঁড়ি রেস্টুরেন্টে টরন্টো’র মিডিয়া ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সাওগাত আলি সাগর ( নতুন দেশ ),সঞ্জয় চাকী ( ক্লাইমেট টিভি), তাপস কর্মকার ( খবরের কাগজ ), দীন ইসলাম ( প্রবাসী টিভি ), মোঃ ইব্রাহিম ( আর টিভি) , সাংবাদিক মোশাররফ হোসেন এবং প্রিন্ট মিডিয়ার ও ইলেট্রনিক মিডিয়া’র প্রতিনিধিবৃন্দ।

সভায় বইমেলা আয়োজকদের পক্ষ থেকে প্রচার ও মিডিয়া সমন্বয়কারী কাজী বাসিত মিডিয়া প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বইমেলা’র আহবায়ক শেখ সাদী আহমেদকে বইমেলা সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরার অনুরোধ করেন। আয়োজকদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত আসমা আহমেদ,জসিম মল্লিক, সাঈদা বারী, জামানা হাসিনা , রিঙ্কি আহমেদ পুরো বইমেলা’র আয়োজন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং মিডিয়া ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাদী আহমেদ তার বক্তব্যে ২ দিন ব্যাপী বইমেলার কার্যক্রম সম্পর্কে পূর্ণাংগ বিবরন দেন। তিনি জানান এবারের বইমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোঃ নুরুল হুদা ( মহা-পরিচালক/ বাংলা একাডেমী ) বাংলাদেশ থেকে লেখক, প্রকাশক, কবি, সাহিত্যক , সংগীত শিল্পী, আবৃত্তিকার সংস্কৃতি কর্মী ও বাংগালীদের মিলনমেলায় পরিনত হবে বলে আশা প্রকাশ করেন।

আসমা আহমেদ বলেন এবারের বইমেলায় অনেক নতুন সংযোজন রয়েছে যা বইমেলা কে নতুন উচ্চতায় নিয়ে যাবে , তিনি কানাডায় বসবাসরত বাংলাদেশের সবাইকে আমন্ত্রন জানিয়েছেন, সুস্থ সংস্কৃতির বিকাশে বইমেলা সফলতা করেন। জসিম মল্লিক বাংলাদেশ থেকে আমন্ত্রিত লেখক ও প্রকাশকদের বিষয়ে যাবতীয় তথ্য জানান। তিনি জানান এবারের মেলায় সংবাদিকদের জন্য একটি বুথ থাকবে সাঈদা বারী বলেন শিশু কিশোরদের জন্য এবারের বইমেলায় বেশ কিছু আয়োজন থাকছে তাই সন্তানদের নিয়ে বইমেলায় আসতে অনুরোধ জানিয়েছেন।

অরুনা হায়দার সাংস্কৃতিক আয়োজন সম্পর্কে তথ্য তুলে ধরেন , তিনি জানান এবারের বইমেলায় টরন্টো’র বেশীরভাগ সাংস্কৃতিক সংগঠন ( অন্যস্বর, আপন উচ্চারন, কন্ঠ চিত্রন, ), ০২টি বিশ্ববিদ্যালয়, শিশুদের সংগঠন ( খেলাঘর কানাডা , দিদিমনির আসর) ও সুকন্যা ন্রিতাংগন, আবৃত্তিকার বেলায়েত হোসেন, জিন্নাহ চৌধুরী, শেখর গোমেজ,প্রমুখ, এবং সংগীতে রনি দত্ত, লিলি ইসলাম, শহীদ খন্দকার টুকু, ফারহানা শান্তা , নাহিদ কবির, মেহজাবিন ওসমান, নিঝুম প্রশান্তি প্রমুখ অংশগ্রহন করবেন। মিডিয়া ও সাংবাদিকদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার করা হবে বলে বইমেলা’র আয়োজকদের প্রতিশ্রুতি দেন । মতবিনিময় সভার শেষে চা চক্রের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ মে ২০২৪ /এমএম