Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, রণাঙ্গনের সৈনিক, তাত্ত্বিক ও লেখক কমরেড হায়দার আকবর খান রনো শুক্রবার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টা ৫ মিনিটে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন।

তাঁর প্রয়ানে বাংলাদেশ হারালো একজন মেধাবী বিপ্লবী বুদ্ধিজীবী আর দেশের শ্রমজীবী মানুষ হারালো তাদের এক নির্ভরযোগ্য আপোষহীন মিত্রকে। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা রানা সুলতানা, জামাতা মনির জামান রাজু, দুই নাতি, অগনিত রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। রানা সুলতানা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ মে ২০২৪ /এমএম