Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডা’র উদ্যোগে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

টরন্টোর দুর্গাবাড়ী মিলনায়তনে অনুষ্ঠিত “ বজ্রে তোমার বাজে বাঁশি “শীর্ষক এই আয়োজনে সংস্থার শিল্পীরা রবীন্দ্রনাথের গান এবং কবিতা এবং নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের চেয়ার পার্সন ওয়াহিদ আজগর, প্রবীন সাংস্কৃতিক সংগঠক আজিজুল মালিক, সঙ্গীত শিক্ষক এবং খ্যাতিমান সঙ্গীত শিল্পী আলিমুজ্জামান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে নতুন শিশু কিশোরদের নিয়ে আয়োজিত গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৫ মে ২০২৪ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ