Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: কানাডার আলবার্টার ডেপুটি প্রিমিয়ার এবং পাবলিক সেফটি ও ইমার্জেন্সি সার্ভিসেস মিনিস্টার মাইক এলিস’ এর সাথে মাল্টিকালচারাল মিডিয়া রাউন্ড টেবিল উইদ মিনিস্টার মাইক এলিস’ নামক শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে “রাস্তায় নিরাপদে চলাচল, কমিউনিটির অপরাধ এবং জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা মোকাবেলায় করণীয়” বিষয়গুলির উপরে গুরুত্বারোপ করা হয়। বহু জাতিক বিভিন্ন কমিউনিটির সাংবাদিকরা এ সময় ভার্চুয়াল আলোচনায় অংশ গ্রহণ করে এবং পাবলিক সেফটি ও ইমার্জেন্সি সার্ভিসেস মিনিস্টার মাইক এলিস’ এর কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান।

বাংলাদেশ কমিউনিটির সাংবাদিক আহসান রাজীব বুলবুল এ সময়ে গত বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থী ফাইরুজ শাফিন মুনমুন এর অস্বাভাবিক মৃত্যুর কথা তুলে ধরে নতুন আসা শিক্ষার্থীদের জন্য নিরাপদে রাস্তায় চলাচল এবং জনসচেতনতা সৃষ্টিতে তাঁর সরকারের পরিকল্পনার কথা জানতে চান। পাশাপাশি কমিউনিটির নিজস্ব উদ্যোগে সচেতনতা বৃদ্ধি করতে চাইলে তাঁর সরকারের সহযোগিতার কথাও জানতে চান।

পাবলিক সেফটি ও ইমার্জেন্সি সার্ভিসেস মিনিস্টার মাইক এলিস এসময়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগের ভূয়সি প্রশংসা করে বলেন, নিরাপদে চলাচল এবং সচেতনতা বৃদ্ধির সহযোগিতা প্রদানে তাঁর সরকার প্রস্তুত রয়েছে। এছাড়াও তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৪ এপ্রিল ২০২৪ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ