আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউ ইংলেন্ড শাখা বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে ৫৪তম স্বাধীনতা দিবস উৎযাপন করেছে ।এ উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমনের আত্বার মাগফেরাত কমনা ,দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুস্হতা কামনা করে রাতে বোষ্টন শহরের একটি মিলনায়তনে নিউ ইংলেন্ড শাখার সভাপতি জনাব সৈয়দ বদরে আলম সাইফুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুল আলম টিপুর পরিচালনায় এ সভায় ভারচুযেয়লি প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ বিএনপি মিডিয়া সেলের আহব্বায়ক জনাব জহির উদ্দীন স্বপন। প্রধান অতিথি ছিলেন কানাডা থেকে আগত বিএনপি কেন্দীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ফয়সল আহমেদ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা জনাব কাজী নুরুজ্জামান,জনাব শাহাদত সরোয়ারদী,জনাব রহিদুল ইসলাম ও জনাব নওশাদ উ্ল্লাহ,আরও বক্তব্য রাখেন-সর্বজনাব মনিরুল হাসান,আজাদুর রহমান,মকসুদুল হক,আসিকুর রহমান,মিজানুল হক,মিসেস নেজেদা আলম ও রোকেয়া জামান এলিজা প্রমুখ।
ফয়সল চৌধুরী শহীদ রাষ্টপতির স্বাধীনতার ঘোষনা প্রসঙ্গে বলেন, আমেরিকার প্রসিডেন্ট জজ্ ওয়াসিংটন যেভাবে বৃটিশ সেনাবাহিনীর মেজর হিসাবে বিদ্রাহ করে ১৭৭৫ সালে আমেরিকার স্বাধীনতা ঘোষনা যুদ্ধ করে আমেরিকার স্বাধীনতা এনেছিলেন ঠিক এমনি ভাবে আমাদের নেতা তখনকার রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে ১৯৭১ স্বাধীনতার ঘোষনা দিয়ে যুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশর স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এনে দিয়েছিলেন।এবং স্বাধীনতার সুফল জনগনের কাছে পৌছিয়ে দিয়েছিলেন।
সভাপতির বক্তব্য বদরে আলম বলেন, ভারতের তাঁবেদার হাসিনা থেকে প্রিয় বাংলাদেশেকে বাঁচাতে হলে মজলুম জননেতা তারেক রহমানের নেতৃত্বে সারা জাতীকে কঠিন ঐক্য গড়ে তুলার আহব্বান জানান তিনি। বিপুল সংখ্যক লোকের উপস্হিতিতে সভা শেষে মনোজ্ঞ সংস্কৃতিক সংগীত পরিবেশন করেন ডঃ মিজানুল হক চৌধুরী।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ এপ্রিল ২০২৪ /এমএম