Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অবশেষে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। শুক্রবার (১৯ এপ্রিল) গোধূলি লগ্নে পরিচালক রাতুল মুখার্জির সাতপাকে বাঁধা পড়েন তিনি। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান। সকালে নান্দীমুখ থেকে গায়েহলুদ, সব অনুষ্ঠানেই হয়েছে। এদিকে বিয়েতে হাজির ছিলেন রূপাঞ্জনার একমাত্র ছেলে রিয়ান।

ছেলেকে পাশে রেখেই সাতপাক, শুভদৃষ্টি, সিঁদুর দান সবই সম্পন্ন করেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সেই ছবিও প্রকাশ করেছেন তিনি। ২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র। দু’জনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র রিয়ান। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। ২০১৮ সালে তাদের ডিভোর্সের পর রাতুল মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়ান রূপাঞ্জনা। প্রায় ৬ বছরের লিভ ইন সম্পর্কে ছিলেন এই জুটি। ছেলে রিয়ানও মায়ের কাছেই বেড়ে উঠেছেন। রাতুলের সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২০ এপ্রিল ২০২৪ /এমএম