Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। মঙ্গলবার মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে মারা যান ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। গায়িকার প্রয়ানের পর তার পরিবার এবং ট্রাস্ট লতার স্মৃতিতে এই পুরস্কার প্রদানের রীতি শুরু করে। আগামী ২৪ এপ্রিল লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটারকর্মী এবং সংগীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার তুলে দেওয়া হবে ৮১ বছর বয়সি অমিতাভ বচ্চনের হাতে।

গত বছর প্রথম ব্যক্তি হিসেবে ‘লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার’ গ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি বছর এমন এক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হবে, যিনি সমাজ এবং মানুষের মঙ্গলে নানা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মোদির পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে পুরস্কারপি পাচ্ছেন অমিতাভ বচ্চন। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর। এরপরই কিংবদন্তি গায়িকার স্মরণে ও সম্মানে ‘লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার’ প্রবর্তন করা হয়।

মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট একটি বিবৃতিতে জানায়, এই পুরস্কার প্রতি বছর একজন ব্যক্তিকেই দেওয়া হবে। দেশ, সমাজ ও জনতার কল্যাণে যারা দৃষ্টান্তমূলক কাজ করেছেন, তাদের উদাহরণ হিসেবে সামনে আনতে এই পুরস্কার দেওয়া হবে। মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সংগীতে অবদানের জন্য সংগীতশিল্পী এ আর রহমান মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাবেন। এছাড়া সিনেমায় অবদানের জন্য প্রবীণ অভিনেতা অশোক সরফ এবং পদ্মিনী কোলাপুরিও একই পুরস্কার পাবেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ এপ্রিল ২০২৪ /এমএম