Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: কানাডার ক্যালগেরির পোলিশ কানাডিয়ান কালচারাল সেন্টারে ‘মিক্সটেপ’ এর আয়োজনে আগামী রোববার ১৪ ই এপ্রিল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট “অঞ্জন দত্ত লাইভ ইন ক্যালগেরি”। গল্প-গানে দর্শক–শ্রোতাদের মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। সংগীতানুষ্ঠানে অঞ্জন দত্ত ও ব্যান্ড দল দ্য ইলেকট্রিক ব্যান্ডের নীল দত্ত ও অমিত দত্ত উপস্থিত থাকবেন।

গত দেড় মাস ধরেই অঞ্জন দত্ত আসবেন এমন ঘোষণায় ক্যালগেরির সাংস্কৃতিক অঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা। কেননা তিনি প্রথমবারের মতো ক্যালগেরিতে আসছেন।ক্যালগেরির কোলাহল দর্শক অপেক্ষা করে আছেন কখন গাইবে ‘শুনতে কী পাও’, এরপর একে একে হ্যালো এটা কি ২৪৪১১৩৫, ‘তুমি না থাকলে’, ‘ম্যারি এ্যান’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’,‘বসে আছি স্টেশনে’-এর মতো জনপ্রিয় সব গানগুলো।আর তাঁর সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলাবেন ক্যালগেরির দর্শকরা।

ফেলে আসা সেই দিনগুলির গানের সাথে ক্যালগেরির দর্শকরা নস্টালজিয়ায় ফিরে যাবেন। আয়োজকদের নিপুণ ব্যবস্থাপনার কাজ প্রায় সম্পন্ন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানের আয়োজক ‘মিক্সটেপে’র মোহাম্মদ খান, সাইফুল আজীমসহ অনুষ্ঠানের বিভিন্ন স্পন্সর ও কমিউনিটির বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ খান বলেন, আমরা “মিক্সটেপ” এর পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে স্পন্সরসহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, নতুন বাংলা নববর্ষের প্রাক্কালে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারা কে অব্যাহত রাখতে আমরা কাজ করে যাব। সবাই কে নববর্ষের শুভেচ্ছা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৩ এপ্রিল ২০২৪ /এমএম


এই বিভাগের আরও সংবাদ