Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  লোকসভা নির্বাচনী প্রচারে ব্যস্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা দেব চৌধুরী। তিনি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনুপুর জেলার ঘাটাল থেকে লোকসভা নির্বাচন করছেন। লোকসভা নির্বাচনের প্রচারণার ফাঁকে সম্প্রতি তার ছবি ‘প্রধান’-এর সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানেও হাসিমুখে হাজির হলেন নায়ক দেব। দেবের সাফল্যের নেপথ্যে রহস্য কী? এমন প্রশ্নের জবাবে নায়ক হেসে বলেন, ‘বলা খুব কঠিন। সিনেমা প্রতিদিন নতুন কিছু শেখায়। তাই সিনেমাকে কোনো ফর্মুলাতে বেঁধে ফেলা যায় না।’

তিনি আরও বলেন, ‘সৎ প্রচেষ্টা থেকে ছবিটা করেছি। মধ্যপন্থা অবলম্বন করিনি। তাই আজ মনে হচ্ছে, কখনো কখনো মানুষের কাজ অনেক কিছু প্রমাণ করে দেয়।’ দেব বলেন, ‘আগে কলকাতা এবং গঙ্গার ও পারের দর্শককে একজোট করার লড়াই ছিল। এখন সেটা বাংলা ছবি এবং বাংলা ছবির দর্শককে এক করার লড়াই।’ তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে। গত বছর ব্যোমকেশ বা ‘বাঘা যতীন’-এর ক্ষেত্রেও আমি সেটাই চেষ্টা করেছিলাম। একই জিনিস করতে গেলে আমার মধ্যেও একঘেয়েমি চলে আসবে।’

এক প্রশ্নের জবাবে দেব বলেন, ‘আমি প্রযোজনায় আসার পর অনেকেই আমার পিঠে ছুরি মেরেছিল। তাই নতুন কারও যন্ত্রণাটা আমি বুঝি। আমি আমার ছোটদের সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে দিতে চাই না।’ রাজনীতির মাঠে নেমে নির্বাচনী প্রচার নিয়ে অভিনেতা বলেন, ‘রাস্তায় অগণিত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। অভিযোগও করছেন অনেকে। কোথাও আমি দেরিতে পৌঁছলে ওদের দেখে নিজেরই খারাপ লাছে। কিন্তু শেষ পর্যন্ত আমাকে দেখার পর মানুষের মুখে হাসি দেখে এগিয়ে চলার শক্তি পাচ্ছি।’

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০১ এপ্রিল  ২০২৪ /এমএম