Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোতে ডেন‌ফো‌র্থের উন্দাল রে‌স্তোঁরায় “বিশ্ব নাট্য দিবস‌” উদযাপ‌ন আ‌য়োজ‌নের ল‌ক্ষ্যে টর‌ন্টোর বাংলা নাট্য ও নৃত্যদ‌লের প্রতিনিধিদের একটি আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

আলোচনায় বিভিন্ন বাংলা নাট্য চর্চাকারী‌ দলের প্রতিনিধি ও নাট্যব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন! আলোচনায় অংশগ্রহণ ক‌রে সু‌চি‌ন্তিত মতামত ব্যক্ত ক‌রেন সেলিম চৌধুরী, ইমামুল হক কিসলু, মেহরাব রহমান, ইত্তেলা আলী, অরুণা হায়দার, ম্যাক আজাদ, মিথুন রেজা, ইত্তেজা টিপু, পারভেজ চৌধুরী, ওয়ালী ইসলাম, নয়ন হাফিজ, কাজী হেলাল, জাহান ও মাহমুদুল ইসলাম সেলিম।

বিস্তা‌রিত আলোচনা শে‌ষে সিদ্ধান্ত নেয়া হয় সকল বাংলা নাটক চর্চাকারী‌দের সংগঠ‌ন যৌথভাবে ‘কানা‌ডিয়ান বাংলা থি‌য়েটার এ্যলা‌য়েন্স’ বা সং‌ক্ষে‌পে ‘সি‌বি‌টিএ’ (CBTA) নামে এবছর টরন্টোতে বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হবে!

কানাডার স্থানীয় সময় ২৭ মার্চ ২০২৪ কর্মদিবস হওয়ায় টরন্টোর সকল নাট্যবন্ধু ও সুহৃদজনকে নিয়ে ‌বিশ্ব নাট্য দিবস পালন করা হ‌বে ৩০ মার্চ ২০২৪।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ মার্চ ২০২৪ /এমএম