প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রশাসনে যুক্তরাজ্যের লন্ডনে প্রেস মিনিস্টার হিসাবে কর্মরত মো. আশিকুন নবী চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। এছাড়া ওএসডি অবস্থায় থাকা দুজন সহকারী সচিবকে কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আদেশে বলা হয়, আশিকুন নবীর নিয়োগ আগামী ১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পৃথক আদেশে ওএসডি অবস্থায় থাকা সহকারী সচিব মো. নাজিম উদ্দিন ও মো. আবু বকর সিদ্দিকীকে কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ মার্চ ২০২৪ /এমএম