Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডা মন্টিয়েলে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রচন্ড শীত ও বরফ অপেক্ষা করে সার্বজনীন ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১২:০১ মিনিটে ডাউনটাউনস্ত স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণে সম্মান ও শ্রদ্ধা জানান হয়।

মন্ট্রিয়েলে বসবাসরত সকল বাংলাদেশী রাজনৈতিক দল,সামজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের ব্যাক্তিবর্গ ভাষাশহীদের সম্মান জানাতে উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতে কানাডা ও কুইবেক বিএনপির যৌথ উদ্যোগে প্রভাত ফেরীর পূর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা এবং প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। আলোচনা সভায় ফয়সল আহমেদ চৌধুরী বলেন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণ অধিকার প্রতিষ্ঠা করতে চায়। দমন-পীড়ন সহ্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথ আছি ‌এবং থাকব। বিশেষ করে আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি আমাদের এক দফা আন্দোলন, দেশে গনতন্ত্র, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না আসা পর্যন্ত এই ফ্যাসিসট অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এক দফা আন্দোলন চালিয়ে যাবো।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নান, অনুষ্ঠান পরিচালনা করেন কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন কুইবেক বিএনপির সহসভাপতি নওশাদ উল্লাহ,কুইবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ সুয়েব,কোষাধ্যক্ষ আব্দুল জলিল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আজিজ, তাকসিন বাবু, আব্দুল সজীব, মাসুদ আহমেদ এবং আরো উপস্থিত ছিলেন কানাডা ও কুইবেক বিএনপির নেতৃবৃন্দ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২২ ফেব্রুয়ারি ২০২৪ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ