প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ফের বাবা-মা হচ্ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এমনটি জানিয়েছেন আইপিএলে কোহলির সতীর্থ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।ভারতীয় ক্রিকেট দল এখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলছে। ছুটিতে রয়েছেন কোহলি।সোমবার ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে কোহলির ছুটির প্রসঙ্গ বলেন, ‘আমি জানি সে ভালো আছে। সে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এ কারণেই প্রথম দুই ম্যাচে সে খেলছে না। আমি এর বাইরে আর কিছু নিশ্চিত করছি না। ওকে ফিরতে দেখার অপেক্ষা করছি এখন। সে ভালো আছে। খুশি আছে।’
কোহলির সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে জানিয়ে ডি ভিলিয়ার্স পরে বলেছেন, ‘সে কী বলেছে, দেখি। আমি তোমাদের কিছুটা ভালোবাসা দিতে চাই। তো, আমি তাকে লিখলাম যে, বেশ কিছুদিন ধরে তোমার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। তুমি কেমন আছো? সে বলল, এখন আমার পরিবারের সঙ্গে থাকা দরকার। হ্যাঁ, তার দ্বিতীয় সন্তান আসছে। এটা তার পরিবারের সঙ্গে কাটানোর সময়। যেটা ওর জন্য গুরুত্বপূর্ণ।’২০১৭ সালে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি। ২০২১ সালে তাদের প্রথম কন্যাসন্তান ভামিকার জন্ম হয়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ /এমএম