Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ বাংলার রাখাল রাজা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের সর্বাধিনায়ক, সাবেক সেনাপ্রধান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি এবং দক্ষিণ এশীয় অঞ্চলের সহযোগিতামূলক শীর্ষ সংগঠন সার্ক’র প্রতিষ্ঠাতা, আমাদের মহান নেতা বীরমুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান বীর উত্তম -এর ৮৮তম জন্মবার্ষিকী (৮৯ তম জন্মদিন) উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা ও কুইবেক শাখার উদ্দোগে যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালিত হয়।

এ উপলক্ষে উৎযাপন কমিটির উদ্দোগে ৪দিন ব্যাপি কর্ম সুচীর শেষ কর্মসুচী হিসাবে মন্টিয়েলের পাকভিউ রিছিপষন হলে বীরমুক্তিযোদ্ধা আরমান মিয়া মাষ্টারের সভাপতিত্বে গতরাত ২২শে জানুয়ারী সোমবার আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্টিত হয়।কুইবেক বিএনপির যুগ্নসম্পাদক মুহিম আহমদের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ফয়সল আহমেদ চৌধুরী ,তিনি তার বক্তব্যে বলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন যেভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন জজ ওয়াশিংটন ঠিক তেমনভাবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন। জিয়াউর রহমান যদি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব না দিতেন, সামরিক বাহিনীকে যদি পাকিস্তানিদের বিরুদ্ধে না দাঁড় করাতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।

তিনিই বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার অসনে বসিয়েছিলেন,অধুনিক গনতান্তিক বহুমুখী অর্থনৈতিক কর্মসুচীর মধ্যমে বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌছিয়েছিলেন।সভাপতির বক্তব্যে আরমান মিঁযা বলেন আমরা শহীদ জিয়ার ডাকে সাড়া স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছিলাম,তিনিই আমাদের একমাত্র নেতা,হাসিনা যতই চেষ্টা করেনা কেন জিয়াউর রহমানের নাম কখনও মুছে ফেলা যাবেনা।বিশেষ অতিথির বক্তব্যে কুইবেক প্রদেশিক বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন শহীদ জিয়াউর রহমান আমাদের পেরনা আর তারেক রহমান আমাদের নেতা,এই পেরনা নিয়েই আমাদের আগামী দিনের পথ চলা।

আরও বক্তব্য রাখেন কুইবেক বিএনপির সাধারন সম্পাদক জাহাংগির আলম,সহসভাপি নওশাদ উল্লাহ,যুগ্ন সম্পাদক নাসিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ ,কোষাদক্ষ আবিদুল জলিল,বিশিষ্ট রাজনৈতিক সংগঠক আব্দুর রহিম,কানাডা বিএনপি নেতা জুলকার নাইন আহমদ নজরুল,অনুষ্ঠানের সমন্নয়ক যুবনেতা আব্দুল আজিজ প্রমুখ ।সভা শেষে শহীদ রাষ্টপতির আত্বার মাগফেরাত বিশেষ দোয়া পরিচালনা করেন মুহিম আহমদ ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ জানুয়ারি ২০২৪ /এমএম


এই বিভাগের আরও সংবাদ