Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস ::‌ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরোন্টোতে ই- পাসপোর্ট এর কার্যক্রম উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, বিএসপি, এনডিসি, এইসডিএমসি,এ এফ ডাব্লিউ সি, পিএসসি জি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল কবির মেনন, অতিরিক্ত সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে ই পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত ঢাকা থেকে আগত কর্মকর্তা বৃন্দ ও ই পাসপোর্ট প্রকল্পের কারিগরি দল উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ, বালাদেশি ডায়াসপোরার সদস্যবৃন্দ, বাংলাদেশি স্টুডেন্ট, ই পাসপোর্ট সেবা আবেদনকারি গণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং কনসুলেটর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রন ব্যবসহাপনা বর্তমান সরকারের উন্নয়নমূলক পরিকল্পনার ধারাবাহিকতার একটি মাইলফলক। দেশের অভ্যন্তরে ও বিদেশসহ বাংলাদেশ দূতাবাস সমূহে পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধান অতিথি উপস্থিত সকলকে সম্মুখ ধারণা প্রদান করেন এবং উপস্থিত অতিথিদের সাথে মতবিনিময় করেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি কয়েকজন আবেদনকারী কে পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন।ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মিস ফাহমিদা সুলতানা তাঁর বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বলেন, কানাডাস্থ্বাং লাদেশি ডায়াসপোরার সদস্যবৃন্দ এবং এখানে অধ্যায়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য আজ অত্যন্ত আনন্দের দিন। এখন থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরোন্টো থেকে পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ থেকে রুপান্তরের যে রূপরেখা প্রণয়ন করেন তাঁর বাস্তবায়ন ও ধারাবাহিকতায় চালু হলো ই পাসপোর্ট সেবা কার্যক্রম। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরোন্টোতে ই-পাসপোর্ট কাযঞমের মধ্যে দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সঞিয় অংশীদার হতে পেরে আমরা গর্বিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ তথা ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো – এমনটাই প্রত্যাশা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ জানুয়ারি ২০২৪ /এমএম


এই বিভাগের আরও সংবাদ