প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘কাভি খুশি কাভি গাম’। এ ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পূ’ অর্থাৎ ‘পূজা’। এ চরিত্রের কথা উঠলেই সকলের মনে পড়ে যায় কারিনা কাপুরের গ্ল্যামারাস লুকের কথা।কিন্তু কারিনার ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, তাকে কি কারও মনে আছে? এ চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। এখন অবশ্য তিনি ‘লেডি’।
পু-এর চরিত্র করার পর আর কোনও ছবিতে দেখা যায়নি তাকে। এবার নতুন জীবন শুরু করলেন সে দিনের শিশু অভিনেত্রী মালবিকা রাজ।বৃহস্পতিবার গোয়ায় বিয়ের আসর বসে মালবিকার। পাত্র মুম্বাইয়ের ব্যবসায়ী। নাম প্রণব বগ্গা। সোনালি সুতোর কাজ করা লেহাঙ্গায় সেজেছিলেন মালবিকা। মানানসই শেরওয়ানি পরেছিলেন প্রণব।
বিয়ের পর ছবি সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করেন মালবিকা। চলতি বছর ২৩ নভেম্বর ধুমধাম করে বাগ্দান সারেন অভিনেত্রী। তুরস্কে গিয়ে প্রাক্বিবাহ ফটোশুট করান মালবিকা। তার পরিবারও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তবে কেন খুব বেশি ছবিতে অভিনয় করলেন না মালবিকা, উত্তর অজানা।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ ডিসেম্বর ২০২৩ /এমএম